শাহ্ আলম বাবু, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পুলিশ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই সাথে সকল ডেভিল গ্রেফতারের জন্য “অপারেশন ডেভিলহান্ট” চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত রাত ৯ টার পর দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের কোম্পানীপাড়া এলাকার শাহ সারোওয়ার কবির (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলায় ২ টি মামলা চলমান আছে। এছাড়াও একই রাতে দিনাজপুর জেলার মোট ১৩টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন ডেভিলহান্টের আসামী আটক করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার।
Leave a Reply