শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: ১৬ এপ্রিল সকাল ১১ ঘঠিকায় যুব উন্নয়ন অধিদপ্তর এর আওতাধীন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখা কর্তৃক পরিচালিত ৩ মাস মেয়াদি ‘ফ্রিল্যান্সিং কোর্স’ পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ পরিচালক ফরহাত নূর। এপ্রিল/২০২৫ থেকে জুন/২০২৫, ৩ মাস মেয়াদে ২টি ব্যাচে মোট ৫০ জনের প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময়
উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর মৌলভীবাজার,মোশারফ হোসেন ও নাজমুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন
ট্রেইনার,ডিজিটাল মার্কেটিং, সাজ্জাদ চৌধুরী, সজিব আহমেদ,লোকমান আহমেদ এবং জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ। উপপরিচালক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সংক্রান্ত ইন্টারনেট, ডিভাইস, প্রশিক্ষণের মান, খাওয়া দাওয়া সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। প্রশিক্ষণার্থীরা সুষ্ঠু প্রশিক্ষণের লক্ষ্যে ক্লাস রুমে এসি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানান। তিনি বিষয়টি ইলার্নিং এন্ড আর্নিং কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে সরকারি এ সুযোগ কাজে লাগিয়ে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রিল্যান্সিং বিষয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার অনুরোধ জানান এবং প্রশিক্ষণ চলাকালীন সময় থেকে যাতে উপার্যন করতে পারে সেভাবে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ প্রদান করেন।
Leave a Reply