1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাবি সেন্ট্রাল অ্যালামনাইতে স্থায়ী সদস্য সাংবাদিক রাজু মোস্তাফিজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন সহ ৯ প্রকপ্ল অনুমোদন, ব্যয় ৩৭৫৬ কোটি টাকা পাথরঘাটায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক খুলনা মহানগর মহিলা দলের নতুন আহবায়ক কমিটি গঠন সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন আলফাডাঙ্গায় সাংবাদিক হারু অর রশিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কুদ্দুস মিয়ার নামে  মিথ্যা মামলা নিজ পিতাকে হত্যা করে ৯৯৯ কল দেন ঘাতক মেয়ে “মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাতমাথায় মানববন্ধন সোনাদিয়া দ্বীপে ভেষে উঠেছে ১ টি লাশ

রাবি সেন্ট্রাল অ্যালামনাইতে স্থায়ী সদস্য সাংবাদিক রাজু মোস্তাফিজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ দেখেছেন

মিজানুর রহমান (জামীল) কুড়িগ্রাম: রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. মোস্তাফিজার রহমান (রাজু মোস্তাফিজ)। তার সদস্য নম্বর ৫৯৩০। রাজু মোস্তাফিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাবেক ছাত্র। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। কর্মজীবনের শুরুতে দৈনিক রূপালীতে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে যুক্ত হন এবং ১৯৯৩ সালে যোগ দেন দৈনিক জনকণ্ঠে। বর্তমানে তিনি ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজু মোস্তাফিজ কুড়িগ্রামের ফতোয়া, দোররা ও প্রান্তিক মানুষের ওপর নির্যাতনের নানা ঘটনা তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে। উলিপুরের হাজরাকে নিয়ে করা ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। সংসদেও এসব নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে।

সাংবাদিকদের নেতৃত্বে তিনি কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি হিসেবে প্রায় চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার প্রচেষ্টায় প্রেস ক্লাব ভবনের নির্মাণকাজ এগিয়ে চলছে। পাশাপাশি “এগিয়ে যাবে কুড়িগ্রাম” নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে রাজু মোস্তাফিজের অবদান কুড়িগ্রামের সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত। অ্যালামনাইয়ের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি তার কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com