মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০০৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
৩৩৪/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট নামক সীমান্তবর্তী এলাকা হতে হাবিলদার মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের উদ্দেশ্যে গমনের সময় ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি
১। মোঃ রয়েল মিয়া (১৮), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, গ্রামঃ মৌলভীতলা, পোস্টঃ মতের, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
২। মোঃ আরিফ (২০), পিতাঃ মোঃ বাবুল হোসেন, গ্রামঃ কলনী, পোস্টঃ রানীশংকৈল, থানাঃ রানীশংকৈল, জেলাঃ ঠাকুরগাঁও।
৩। মোঃ আব্দুস সোবহান (১৯), পিতাঃ মোঃ আব্দুল খালেক, গ্রামঃ সুন্দরা মোড়, পোস্টঃ কাউন্সিল, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
৪। নাজিম উদ্দীন (১৯), পিতাঃ মোঃ জামাল উদ্দিন, গ্রামঃ সুন্দরা মোড়, পোস্টঃ কাউন্সিল, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও ।
৫। মোঃ আসলাম (২৮), পিতাঃ মোঃ নুর ইসলাম, গ্রামঃ পশ্চিম বনগাঁও, পোস্টঃ বনগাঁও বাজার, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
৬। মোঃ আব্দুল কুদ্দুস (৩৫), পিতাঃ মোঃ সোহেদ আলী, গ্রামঃ ইন্দ্রইল কবিরাজ পাড়া, পোস্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাজায়। পীরগঞ্জ থানার মামলা নম্বর-১৮ তারিখ- ১৬ এপ্রিল ২০২৫।
Leave a Reply