আহাদুজ্জামান আকাশ, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার সকালে বর্ষবরণ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলার কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাইপাস এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম সরকার, গাজীপুর জাসদের আহবায়ক এরশাদ ফকির, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান শেলী, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান জসিম, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন,কালিয়াগর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন,কালিয়াকৈর পৌরসভার ৪ নং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুর রহমান তুহিন ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব সরকার সহ উপজেলা, পৌর বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply