মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি সাবেক সফল সভাপতি এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য এম ইলিয়াস আলী’ কে সন্ধান কামনায় দোওয়া চাইলেন তার ছোট ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপি সহ সভাপতি এম আসকির আলী। এক বিবৃতিতে বলে ফ্যাসিষ্ট হাসিনা ভীতু হয় ইলিয়াস আলী কে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম করা হয়েছিল এখন পর্যন্ত আমাদের নেতার কোন সন্ধান দেওয়া হয়নি তিনি সকলের কাছে দোয়া চান। তার বিবৃতি পাঠকদের জন্য তুলে ধরা হলো
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ আসসালামু আলাইকুম। শক্তির রাত, নাজাতের রাত পবিত্র লাইলাতুল কদ’র । পবিত্র এই রজনী’র বদৌলতে আল্লাহ যেন আপনাকে তাঁর আরও কাছে নিয়ে আসেন । পরম করুণাময়, দয়াশীল, ক্ষমাশীল সর্বশক্তিমান আল্লাহ তাঁর ঐশ্বরিক করুণা এবং ক্ষমা’য় আপনার জীবনকে পরিপূর্ণ করুক ।
আমার প্রার্থনা রইল বাংলাদেশ সহ দুনিয়ার সকল নির্যাতিত, নিপীড়িত মজলুম জনগোষ্ঠীর কল্যাণের জন্য। বিধাতা আপনার দোয়া কবুল করুক। আল্লাহ আপনাকে আশীর্বাদ ও সমৃদ্ধি দান করুন এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ, সুখ এবং সৌভাগ্য নিয়ে আসুক। দোয়া’র জন্য বিনম্র আবেদন করছি একজন মজলুম এম ইলিয়াস আলী’র সুস্থ ও অক্ষত অবস্থায় দ্রুত প্রত্যাবর্তনের জন্য। দয়া করে এম ইলিয়াস আলী ও আনসার আলী সহ গুম হওয়া মানুষগুলোর দ্রুত ফিরে আসবার জন্য তাদেরকে আপনাদের প্রার্থনা’য় শরিক রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যেন আপনার,আমাদের এবং সমগ্র মানব গোষ্ঠীর সহায় হোন ! নিবেদক, এম আসকির আলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপি সহ সভাপতি।
Leave a Reply