মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: ছয় দফা দাবিতে ট্রেন আটকে দিয়েছে খুলনার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সকাল ৯ টার পর পর খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেয় তারা। ফলে প্রায় ৩ঘন্টার ও অধিক সময় পর সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে যাত্রীরা। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী হানিফ আকাশ বলেন, ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক, ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইন্সস্টাক্টর পদে ক্রাফট ইন্সস্টাক্ট্রদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারং কোর্সে যেকোন বয়সে ভর্তি সুবিধা বাতিল করতে হবে, উপসহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ সহ ছয়দফা দাবি মানতে হবে। এদিকে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়ায় খুলনা স্টেশন থেকে চিত্রা,রকেট, মহানন্দা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এতে করে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেনটি সকাল ৯ টা ১৫ মিনিরে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সহ রকেট,মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ট্রেন চলাচল সাভাবিক রাখতে। রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এদিকে চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ায় ৩ ঘন্টার ও অধিক সময় পর ট্রেন চলাচল সাভাবিক হয়েছে। খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল সোয়া ৯ টার দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারনে খুলনা স্টেশন থেকে চিত্রা,রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ সাভাবিক হয়। এর পর বেলা সাড়ে ১২ টার দিকে ট্রেন চলাচল সাভাবিক হয়। একে একে চিত্রা, রকেট, মহানন্দা ট্রেন ছেড়ে যায়।
Leave a Reply