হাফিজুর রহমান: খাবারের সহিত চেতনা নাশক মিশিয়ে সাবেক ইউ,পি সদস্যের পুরো পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ ৫ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণালংকার সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অচেতন ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি (৬২) তার স্ত্রী শাহানারা বেগম (৫০ ) এবং পুত্র শাহিদুর রহমানকে (৩০) সকালে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গৃহকর্তা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি এ প্রতিনিধিকে বলেন অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরে রাখা রাতের খাবার ভাতের মধ্যে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশায়। রাত আনুমানিক ১১ টার দিকে পরিবারের সকলে খাবার খেয়ে অচেতন নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে । এ সুযোগে ৩/৪ সদস্যের দুর্বৃত্তরা প্রথমে পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে । এরপর নিচ তলার ১ টি জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় ইউপি সদস্যের হাতের আঙ্গুল হতে স্বর্ণের আংটি খুলে নেয় এবং ঘরে রক্ষিত আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ও প্রায় ১০ ভরির মত স্বর্ণালংকার লুটে নেয় বলে জানান। পরে দ্বিতীয় তলায় তার পুত্র সাহিদের ঘরে ঢুকে সবকিছু ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ভোর ৫ টার দিকে প্রথমে গৃহকর্তার ঘুম ভাঙলে চুরির ঘটনা জানতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খবর ছড়িয়ে পড়লে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব, ইউপি সদস্য কলিমুদ্দিন সহ বহু লোক বাড়িতে সমবেত হয় । এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন সকালে খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা ঐ বাড়িতে গিয়েছিল। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী ঐ পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply