মোঃ তৌফিকুর রহমান, টাঙ্গাইল: অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত পূর্বক হত্যার রহস্য উনমোচন এবং ১৫ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার ও মোটর সাইকেল, মোবাইল উদ্ধার ইং ১৫/৪/২৫ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় কালিহাতি থানাধীন সাতুটিয়া সাকিনস্থ জামাল বাদশা(৪৫) এর বসত বাড়ির পিছনে বাথরুমের ট্যাংকির ভিতরে হইতে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক ট্যাংকির ঢাকনা সরাইয়া লাশ দেখিতে পাইয়া কালিহাতি থানায় সংবাদ দেয়। তাৎক্ষনিক কালিহাতি থানার অফিসার ইনচার্জ সহ সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে আশপাশের থানায় যোগাযোগ করা হইলে ঘাটাইল থানার নিঁখোজ জিডি নং ৬৬৯, তাং ১২/৪/২৫ ইং মূলে নিঁখোজ ভিকটিম আব্দুল আলীম(২০) মাতা:আকলিমা আক্তার পিতা:মো:নজরুল ইসলাম গ্রাম: চানতারা মালি বাড়ি থানা:ঘাটাইল জেলা: টাঙ্গাইল এর পরিবারের মাধ্যমে ডিসিষ্ট এর পরিহিত কাপড় চোপড়, হাতঘড়ি এবং ডিসিস্টের প্যান্টের পকেটে রক্ষিত মানিব্যাগ হতে মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন পেপার, ট্যাক্স টোকনের সূত্র ধরিয়া লাশ সনাক্ত করা হয়। অত:পর টাঙ্গাইল জেলা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল কালাম ভূঞা, এসআই মো: মিজানুর রহমান, এসআই শহিদুল ইসলাম মোল্লা, এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই ইমাম হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই সুকান্ত রায়, এসআই রাজিব সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী নোমান(২০), পিং গোলাম মোস্তফা, সাং মহিষজোরা, থানা কালিহাতি, জেলা টাঙ্গাইলকে গ্রেফতার পূর্বক তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিসিষ্ট এর ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করত: ডিসিষ্ট এর পায়ের জুতা, মোবাইল সহ বেশ কিছু আলামত জব্দ করা হইয়াছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
Leave a Reply