নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি’র, সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’- এ তথ্য মোতাবেক দেশের সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠী বাস করেন বরিশাল বিভাগে, ২৬ দশমিক ৬ শতাংশ। শস্য উৎপাদনে বিভাগের প্রয়োজন মেটানোর পরেও ব্যাপক উদ্বৃত্ত আছে। শিক্ষায়ও বরিশালের ছেলেমেয়েরা বেশ এগিয়ে আছে, তারপরেও বরিশাল বিভাগ কেন বর্তমানে দরিদ্রতম। পদ্মা সেতু, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মত জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থাপনা বরিশাল সংশ্লিষ্ট। দ্বীপজেলা ভোলা শুধু সৌন্দর্যের ক্ষেত্র নয়, বরং খনিজ সম্পদেরও আধার- ইতিমধ্যেই বাপেক্স তিনটি বিশাল গ্যাসক্ষেত্রেরও সন্ধান পেয়েছে; সমুদ্র সীমানা নির্ধারণে বাংলাদেশ রাষ্ট্র আকারে ক্ষতিগ্রস্ত হলেও সেখানে ৪৬টা তেল/গ্যাসের ব্লকের সন্ধান পাওয়া গেলেও তা থেকে উত্তোলনের কোন খবর নেই। অথচ পাশ থেকেই মিয়ানমার ও ভারত পাইপ বসিয়ে তেল/গ্যাস উত্তোলন করে চলেছে। ১৬ বছরের ফ্যাসিবাদী আন্দোলনে দেশে নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে; তাহলে আজকে কেন শত শত বরিশালবাসীকে মানববন্ধন করতে হচ্ছে, প্রশ্ন রাখেন ব্যারিস্টার ফুয়াদ।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী গাজী নাসিরের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সানাউল্লাহ সাগর, মানবধিকার কর্মী শাহিন আলম শিকদার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. শামীম হামিদী, রাজনৈতিক কর্মী শাহজাহান ব্যাপারী, বরিশাল সোইটির সদস্য মাইনুল ফয়সাল, মনিরুজ্জামান, শহীদুল ইসলাম, মনিরুজ্জামান খান, কাওসার সিকদার, ফজলুল হক শান্ত, নুরুল আমিন সিদ্দিকি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুয়াকাটা দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়; অথচ এত বিশাল সমুদ্রলাইন থাকবার পরেও অবকাঠামোর অভাবে সেটাকে ঘিরে কোন পর্যটন শিল্প গড়ে ওঠেনি, গড়ে ওঠেনি কোন আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস শিল্প। এই সকল বাস্তবতায় বরিশাল বিভাগের অভাব-অনটন, বঞ্চনা ও আকাঙ্খাকে সামনে রেখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করে বলেন, বিভাগের অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি পূরনে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেইনের সড়ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সাথে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ/সুগন্ধা নদীর ওপর একটু সেতু অবিলম্বে নির্মান করতে হবে। এলাকাবাসীর দাবী এটা যেন আসন্ন জুন-জুলাই বাজেটেই পাস হয়। আপাততঃ স্থানীয় জনগনকে চাঁদাবাজির হয়রানী থেকে মুক্ত রাখতে ফেরীঘাট যেন ইজারা না দেয়া হয় এবং ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল্যে পেশাদারিত্বের ভিত্তিতে করা হয়। পাশাপাশি মীরগঞ্জের ফেরী সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে দিতে পারলে লক্ষ লক্ষ নাগরিকদের জীবনমান বদলে যাবে।
তিনি বলেন, জেলা ও উপজেলার স্বাস্থ্য সেবাখাত একেবারে ভেঙে পড়েছে। জেলার সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান প্রশ্নোবোধক হয়ে দাড়িয়েছে। এর একটা বড় কারন হচ্ছে উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো পর্যাপ্ত সেবা প্রদান করতে না পারা। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং কমিউনিটি ক্লিনিকগুলো বেসরকারী হাসপাতাল সিন্ডিকেটের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। এক লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ অনাদায়ে কোন কৃষককে মামলা দিয়ে গ্রেফতার বা হ্যানস্তা করা বন্ধ করতে হবে॥ প্রয়োজনে মামলা তুলে নেবার পাশাপাশি, ঋণ মওকুফের ব্যবস্থা করতে হবে।
Leave a Reply