মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল। তিনি পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি।
বৃহস্পতিবার ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী এর বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছন তিনি। এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মোজাহিদুল ইসলাম পলাশ মন্ডল বলেন, আমি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। বিদ্যালয়টি নিয়ে আমার অনেক স্বপ্ন ছিলো, যদি কখনও সুযোগ পাই বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাবো।
আল্লাহ পাকের অশেষ রহমতে এই সুযোগটি পেয়েছি। আমি যেনো এই দায়িত্ব সঠিক ভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply