স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে,তেতলাব ৩নংওয়ার্ড খালপার গন্যমান্য ব্যক্তিবর্গগণদের নিয়ে,গতকাল স্থানীয় এলাকাবাসীদের,রাজপথে প্রতিবাদ মিছিল, এলাকাবাসীদের অভিযোগে জানা যায়,মাসাব তেতলাব,দীর্ঘদিন যাবত,অপরাধের সাম্রাজ্য গড়ে উঠেছে। বিগত সরকার থাকাকালীন, এইসব মাদক সিন্ডিকেট ও চাদাঁবাজ চোর সেচ্চরদের,নেতৃত্ব দিয়ে আসছিলো, আওয়ামী’লীগের,নেতা নেতৃবৃন্দরা,তাদের ছত্র ছায়াতেই,ব্যাঙের ছাতার মতন চারিদিকেই,গজিয়ে উঠে,মাদক চক্রের সিন্ডিকেট ও বিভিন্ন আস্তানা, এলাকার,মুরুব্বি শাহালম,সিরা মাঝি,মতিন ফারুক ফকরুদ্দিনসহ আরও অনেকেই,মাদক কারবারি ও চাদাঁবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে নানান অপরাধের অভিযোগ তুলে ধরেন,তাদের পটে,এলাকাবাসীদের আতংক ছিলো আগে,এখন আর নাই,এখন আর এলাকাবাসী আর ভয় পায় না,এলাকা থেকে,মাদক মুক্ত চায়,চাদাঁবাজ মুক্ত সমাজ চায়। যখন আওয়ামী’লীগ ছিলো তখনও এলাকাতে অপরাধের হিরিক পরেছিলো, এখন আওয়ামী’লীগ নাই, এখনও হচ্ছে থেমে নাই, তাহলে তাদের পিছনে কারা, কে সেল্টার দিচ্ছে তাদের,যারা দিচ্ছে তারাও অপরাধী,এদের নির্মূল করতে,রাজ পথে নেমে এলাকাবাসী। এরা যারাই হোক, রাজনৈতিক দলের বা বাহিরের যে বা যাহারা, মাদক সেবন,মাদক ব্যবসাসহ চাদাঁবাজ,চুরি ছিনতাই করবে,তাদের গণধোলাইয়ের মাধ্যমে,পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। অপরাধ চক্র নির্মূল করতে এলাকাবাসীদের সাথে জনগণ আছে,পুলিশ কেও এগিয়ে আসতে হবে। মাদক সেবীরা ও মাদক সম্রাট বড় ভায়েরা,ক্ষমতার জন্য আর তারা টিকে থাকার জন্য রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতেছে,নানান পথে যোগদান করতেছে। তাদের আমল ঘাটলেই,জানা যাবে বলে এলাকাবাসীদের প্রতিবাদ এবং ক্ষোভ আক্ষেপ জানান,রাজনৈতিক ক্ষমতাবান নেতাদের কাছে। এলাকাতে খুঁজে বেইর করে, নাম তালিকাভুক্ত করে এক এক করে সব চাদাঁবাজ ও মাদক সম্রাটসহ মাদক কর্মী,ডিলার,অর্থদাতা রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহারকারী মূখোশধারী,ভন্ড বদমাইশদের আইনের আওতাধীন করে,আটক করা হোক। তাদের গ্রেপ্তার করে,এলাকা অভিশপ্ত মুক্ত করা হোক। এলার পথচারিসহ সাধারণ জনগণদের দূর্ভোগ মুক্ত করতে,এলাকাবাসীদের শান্তির জন্য অপরাধ চক্রদের নির্মূল করা হোক,এখন আর জনগণ বসে থাকবে না। অপরাধীদের দিন শেষ। আর অপরাধ হতে দেওয়া হবে না বলে সাংবাদিকদের অবগত করে,এলাকাবাসীসহ জনগণ। তেতলাব খালপার, উত্তর মাসাব দক্ষিণ মাদক,পূর্ব পাড়া পশ্চিম পাড়া সব জায়গাতেই অপরাধের আড্ডাঘর দিবালোকেই চলে তাদের ফেন্সিডিল ইয়াবা,গাজা খোরদের অপরাধ তান্ডব আর সন্ধ্যা হলেই,ছিনতাইসহ ফিটিংবাজী,মদ মাদক ও খারাপ নারী এনে চলে ঘৃণীত দেহ ব্যবসা,এলাকাটা খারাপ চক্রে ভরে গেছে,ব্যাঙের ছাতার মতন। সব শ্রেণীর পেশার মানুষেরাই এই সব অপরাধীদের বিরুদ্ধে গর্জে উঠেন। তা তাদের প্রতিবাদ দেখেই বুঝা যায়। তাদের বিষয় গুলি থানাতে অবগত করা আছে বলে জানান বিক্ষুব্ধ এলাকাবাসী। যত দ্রুত সম্ভব এলাকা থেকে অপরাধ চক্রদের সমাজ থেকে উৎখাত করে একটি সুন্দর সমাজ গড়তে তুলতে পুলিশ প্রশাসনদের জনগণদের পাশে থাকতে হবে। কে কোন দল করে সেটা না দেখে,এক এক করে সব গ্রেপ্তার করতে হবে। রূপগঞ্জ থানার ওসির দৃষ্টিনজর থাকতে হবে,রূপগঞ্জের প্রতিটি এলাকাতে,তাহলে জনগণ আইন হাতে তুলে নিবে না। প্রতিটি এলাকাতেই স্থানীয়দের ক্ষোভের প্রতিবাদ গড়ে উঠবে। অভিযোগে সকল অপরাধীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। যথাসময়েই থানাতে,অপরাধ চক্রদের নামের তালিকা জমা দেওয়া হবে,আর সবার নাম প্রকাশ করা হবে,মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আইন সবার জন্যই সমান।
Leave a Reply