সুমন উদ্দিন, দিঘীনালা খাগড়াছড়ি প্রতিনিধি: জীবনের তাগিদে জীবিকা। যে জীবিকায় পরিবার ও সন্তানের লেখাপড়া খরচ মেটানোর জন্য সকাল ৬:০০ থেকে রাত ৮:০০ সময় পর্যন্ত চলমান থাকে। তারপর বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খাওয়া, ঘুমিয়ে পরা আবার খুব ভোরেই উঠে রান্না করে খাবার খেয়ে নিজের ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানে এসে পসরা গুলো সাজিয়ে রাখা। এ যেন এক বিরামহীন পথযাত্রা। বাইরে প্রখর রৌদ্র এছাড়া শীতকালে তীব্র শীত, বর্ষাকালে ঝড় বৃষ্টি ও ভোক্তা সাধরনের নানা কথাবার্তায় পরিশ্রান্ত হয়ে পরে শরীর। ভারক্রান্ত হয়ে যায় মন,দুর্বল হয়ে যায় শরীর। সত্যি প্রকৃতপক্ষে এরাই এক একজন সংগ্রামী মা।
ছবিটি দীঘিনালা লারমা স্কয়ার থেকে তোলা। যেখানে বহু মা ও বোন রয়েছে যারা বিভিন্ন সবজি ব্যবসায়ী করতে দেখা যায়। আমি উনাদের সাথে কথা বলি এবং জানতে পেরেছি কিছু লোক ওনাদের সাথে খারাপ ব্যবহার করে । ওদের কথায় আঞ্চলিক ভাষায় বেয়ারি মিলিয়ুন যদবদে দাম হন, তারা বেশ লাভ গড়ন, ২০ টেঙা জিনিসান ৫০ টেঙা বেজন। যা তাদেরকে প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে হয়। আসলে বাস্তব সত্যটি যারা ভোক্তা রয়েছেন তারা হয়তো উপলব্ধি করেতে পারেনি বলেই এই ধরনের আচরণ করে থাকেন। খুবই সীমিত লাভে তারা এই ধরনের ব্যবসা পরিচালনা করে থাকেন যা আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্যগুলো সংগ্রহ করেছি।
আপনারাও সরেজমিনে গিয়ে জেনে নিতে পারবেন।
এই সমস্ত মা বোনের যারা এই পেশায় রয়েছেন তাদেরকে আমি প্রাণভোরে শ্রদ্ধা ও সন্মান করি। কারন একটাই সৎ ভাবে বেচেঁ থাকার এক অনন্য সংগ্রাম। চলমান…
Leave a Reply