মোঃ মোস্তফা বকস্, রাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে রাজনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পর উপজেলা পরিষদের সামনে থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়।শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর পর উপজেলা উপজেলা অডিটোরিয়ামে শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ হাবিব শাপলা সভাপতিত্ব করেন এসময় উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, সহ শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, ফায়ার সার্ভিসের অফিসার আলি হোসেন প্রমূখ সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা গন উপজেলা নির্বাহি অফিসার আফরোজ হাবিব শাপলা বলেন বাংলা নববর্ষ বয়ে আনুক সকলের শান্তি ও সমৃদ্ধি এর পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় এবং পুরষ্কার আগামীকাল উপজেলা পরিষদের অফিস থেকে নেওয়ার জন্য অনুরোধ করেন।
Leave a Reply