এস,এ,লিমন, নাগেশ্বরী, কুড়িগ্রাম: বাংলা বর্ষপঞ্জিতে আজ সোমবার (১৪ এপ্রিল) শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা।এ দিনটির মধ্যদিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর।
কুড়িগ্রাম জেলার,নাগেশ্বরী উপজেলায় সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নাগেশ্বরী শহরের মেইন রুটে প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম শফি,
সদস্য সচিব,মোখলেসুর রহমান,
পৌর বিএনপি’র আহবায়ক, আবুল কাশেম সরকার,সিনিয়র যুগ্ন আহবায়ক, ওমর ফারুক, সদস্য সচিব আজিজুল হক
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসেন, যুবদলের অন্যতম সদস্য এসএ লিমন।
আয়োজন সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শাওন আহম্মেদ লেবু।
উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপজেলা
বিএনপির নব নির্বাচিত আহবায়ক বলেন,
বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের।
অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই এসেছে এবারের পহেলা বৈশাখ। চারদিকে উৎসবের রঙ, মুখে মুখে শুভেচ্ছা, কিন্তু এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা বদলে যাওয়ার, নতুন দেশ গড়ে তোলার।
আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো…
‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নাগেশ্বরী উপজেলা ব্যাপী নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দিনটি সরকারি ছুটির দিন। বর্ষবরণে ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে মুক্ত মঞ্চে ‘বর্ষবরণ আনন্দ আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
সাংস্কৃতিক সংগঠন গুলো’ পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে।
এ ছাড়া বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন সংস্থা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট ও বৈশাখী মেলার আয়োজন করেছে।
Leave a Reply