নিজস্ব প্রতিবেদক: জাজিরা উপজেলা বি কে নগর ইউনিয়ন। মৃধা কান্দি ৪ নং ওয়ার্ড রাত আটটার সময় চাচতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের দীর্ঘদিন জমি নিয়ে দ্ন্দ্ব। হঠাৎ করে বাসায় একা পেয়ে সিদ্দিক মৃধা কে এবং তার মাকে আক্রমণ করে সিদ্দিক মৃধা মারাত্মকভাবে আহত হয় এলাকাবাসী খবর পেয়ে । জাজিরা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠালে। রোগীর খারাপ পরিস্থিতি দেখে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়।যারা তাদের ওপর আক্রমণ করে তাদের নাম হলো কালাম মৃধা, কাওছার মৃধা, ফয়সাল মৃধা।
জাজিরা থানার পুলিশ খবর পেয়ে জাজিরা উপজেলা হাসপাতালে যায়। এই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছে যে সুস্থ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply