মোঃ সুমন উদ্দিন দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়ন এর পাবলাখালী শান্তিপূর বাঁশ ঝাড় এর নিচ থেকে দেশীয় তৈরি সচল এলজি গান ও এক রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড নিষ্ক্রিয় গুলি উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ। পুলিশসূত্রে জানাযায়, শনিবার (১২এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপূর এলাকার পুলিশ মাদক ওয়ারেন্ট তামিলকারী নিয়মিত একটি টহলদল টহল দিচ্ছলো, পরে ওসিকে সংবাদ দিলে ফোর্সসহ ঘটনাস্থলে এসে পাঁকা রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচে থেকে একটি দেশীয় এলজি অস্ত্র, এক রাউন্ড তাজা গুলি ও ৪রাউন্ড গুলি খোসা উদ্ধার করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনাস্থল থেকে বলেন, পরিত্যক্ত দেশীয় তৈরি অস্ত্র এলজি, এক রাউন্ড তাজা গুলি ও ৪রাউন্ড গুলি খোসা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আইনী পদক্ষেপ প্রক্রিয়াদিন ।
Leave a Reply