আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোজিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র্যারি বের করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় মিছিলটি সিলেট কোর্ট পয়েন্ট সিলেট জেলা বিএনপির মিছিলে মিলিত হয়। পরে মিছিলটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আম্বখানা পয়েন্টে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র উপদেষ্টা অন্ধকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কয়েস নদী, সাবেক সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ড্যাব এর সভাপতি ডা. নাজমুল হোসাইন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী টিটন মর্লিক,সদস্য জলিল আহমদ,হাসান হাফিজুর রহমান টিপু,
এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাএদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply