দেব প্রসাদ দাশ, বিশেষ প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ১১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদ মোল্যা (৫৭) নামে ১ জন নিহত হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায় , কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফতাব মোল্যা ও মিলন মোল্যা মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে একা পেয়ে আফতাব মোল্যা পক্ষের লোকেরা অতর্কিত ভাবে হামলা করে।
এ নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফতাব মোল্যা গ্রুপের লোক ফরিদ মোল্যা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
উল্লেখ্য,
২ গ্রুপের মাঝে আগেও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা যায় । থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো।
এ বিষয়ে কালিয়া থানার (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত অবস্থায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply