মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর ব্যুরো চিফ: দিনাজপুরের কাহারোলে জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ১২ মাইল কান্তনগর মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সুন্দরপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম বাড়ি ফেরার পথে, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিকের লোকজন এলোপাথারী ভাবে তাকে কুপিয়ে জখম করেন।
স্থানীয় এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল গড়-মল্লিকপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
ঘটনার পরদিন আহতের স্ত্রী মোছা. শিল্পী আরা বেগম কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা নং ০৯, তারিখ ১১ এপ্রিল ২০২৫।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হোসেনপুর গ্রামের দুই সহোদর ভাই মো. জামান ইসলাম ও মো. হেলাল উদ্দীন, ১২ মাইল এলাকার সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম। তাদের আদালতের মাধ্যমে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি ড. এনামুল হক, দিনাজপুর শহর আমীর সালেহিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলামসহ দিনাজপুর জেলার নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, হামলার কারণ ও এর পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্ত করছে পুলিশ। থমথমে পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
Leave a Reply