নিজস্ব প্রতিবেদক: মুখে মুখে ইয়াবা সেবনের জন্য সিগারেট আকৃতির সাদা নল। অন্যদিকে ফয়েল পেপারের সাহায্যে উপরের দিক থেকে লাইটারে আগুন ধরিয়ে নিচের দিকে টানছেন। তারপর সিগারেট আকৃতির সাদা নলের মাধ্যমে ইয়াবা গ্রহণ করছেন। যিনি ইয়াবা সেবন করছেন তিনি সাধারণ কোনো মাদকসেবী নন। তিনি গাজীপুর মহানগরের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার নাম রাজিব মিয়া। সম্প্রতি তার ইয়াবা সেবনের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও এসেছে একটি গণমাধ্যমের কাছে। ভিডিওতে দেখা যায়, সাদাশার্ট পড়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাজিব মিয়া কোনো এক কক্ষে বসে হাতে একটি সরু কাগজের পাইপের সাহায্যে নেশাজাতীয় দ্রব্য ইয়াবা সেবন করছেন। তার অপর দিক থেকে
রাজিব মিয়ার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করছেন। তবে ভিডিও ধারণ করা ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। সরজমিনে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানি জানান, রাজিব মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে যুক্ত। তার চলাফেরা অন্যরকম। তাকে দেখলেই
বোঝা যায়, তিনি একজন নিয়মিত মাদকসেবী। তবে কেন যে তার বিরুদ্ধে এতদিনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা দলের নেতারাই ভালো বলতে পারবেন। স্থানীয় এক বাসিন্দা জানান, রাজিব মিয়ার ইয়াবা সেবনের ব্যাপারে এলাকার অনেকেই জানে, তিনি মাদক সেবন করে থাকেন। দয়াকরে আমাদের নাম যেন প্রকাশ না করা হয়। তাহলে আমাদের এখানে বসবাস করতে সমস্যা হবে। তাছাড়া তার চলাফেরাও খুব বেশি স্বাভাবিক নয়। একজন মাদকসেবীর আচার-আচরণ কেমন হয়, তা তো আপনি জানেন। জানতে চাইলে কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কড়া নির্দেশ যুবদলে কোন
Leave a Reply