বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া, ধুনট পৌরসভা ৯নং ওয়ার্ড চরধুনট এলাকায় ১৬/০৩/২৫ইং তারিখে রতন কুমার, রিপন কুমার এবং শরৎ কুমার একত্রে মোট ১২শতাংশ সম্পত্তি ক্রয় করি, তার মধ্যে আমি দুলালের কাছ থেকে ১৫৭৮ এবং ৪০৮২নং দাগে ৬শতাংশ জমি কোবলা দলিল মূলে ক্রয় করি। উক্ত ক্রয়কৃত সম্পত্তি খাজনা, খারিজ ও সরকারি রাজস্ব সম্পূর্ণ করে জমি দখলে যায় এবং বাড়ির কাজ শুরু করি। বাড়ির কাজ শুরু করা অবস্থায় নবীর প্রামাণিক (৫০), শাহ জামাল (৪৫),শাহ আলম (৪০),মহা শাহ আলম জীবন( ৩৫) সকলের পিতা মৃত আব্দুল মজিদ প্রামাণিক সর্ব সাং চরধুনট,ধুনট -বগুড়া,তারা গত ০৮/০৪/২০২৫ইং তারিখে দেশীয় অস্ত্র নিয়ে হত্যা চেষ্টা চালায় ও প্রাননাশের হুমকি দেয়। এজাহার সূত্রে জানা যায়, তাদেরকে চাঁদা অথবা জমি সেচ্ছায় না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলে জানায়। উক্ত তারিখে বসতবাড়ি কাজের সিমেন্ট, বালু,মটর এবং টিওবয়েল করে নেয়। এতে আমার প্রায় ৭০হাজার টাকা ক্ষতি সাধিত হয়।
এ মর্মে,ধুনট থানায় একটি এজাহার দাঁয়েড় করা হয়েছে। উল্লেখ্য যে,দুলাল এবং তার ওয়ারিশ কেউ আমাদের ক্রয়কৃত সম্পত্তির প্রতি কোন আপত্তি জানায় না-ই । দুলাল দীর্ঘ দিন পূর্বে, নবীর প্রামাণিক, শাহ আলম, শাহ জামাল, মাহা আলম জীবন এবং দুলালী খাতুন সকলের পিতা মৃত আব্দুল মজিদ প্রামাণিক তাদের কাছ থেকে জমি ক্রয় করেন। এ-র মধ্যে কোন সমস্যা বা দখল দ্বারিত্ব পাওয়ার চেষ্টা কখনও করেনি। দীর্ঘ দিন অতিক্রম করার পর যখন সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় জমিটি দুলালের নিকট থেকে ক্রয় করে, তখন মৃত মফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে মেয়েরা জমি দখল, প্রান নাশের হুমকি, অকথ্য ভাষায় গালাগালি পারে।
আমরা সংখ্যা লঘু বলে আমাদের উপর হামলা জমি দখলের পায়তারা করছে। প্রশাসনের সুদৃষ্ট কামনায়, আমরা আকুতি জানায়। তফসিল বর্ননায় আমরা উক্ত সম্পত্তির মালিক। যার জেল নং ৩৭,এস এ খতিয়ান নং ১৫৭৮ দাগ নং ৪০৮২। আমরা নিরুপায় হয়ে উক্ত সম্পত্তির দাবি জানিয়ে, সকলের সহযোগিতা কামনা করছি, বলে জানান ।
Leave a Reply