মোস্তফা বকস্, রাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা মুন্সিবাজারে তিনটি দোকানের পিছনের দিকে টিন কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত হয়েছে জানাযায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে মুন্সিবাজার দক্ষিণ বাজারে মেসার্স রিপন স্টোর ও সুভাষ মিষ্টান্ন ভাণ্ডার, এবং পিয়াস স্টোরে এই ভয়াবহ চুরির ঘটনা ঘটে, সুভাষ মিষ্টান্ন ভাণ্ডারের পিছন দিকে দোকানের টিন কেটে চুর চক্র ভিতরে প্রবেশ করে এবং এই দোকানের ভেতর দিয়ে তিনটি দোকানে চুরি করে, সুভাষ মিস্টান্ন ভান্ডারের (প্রপাইটর), দিলীপ রন্জন দাস বলেন দোকানের কেশে থাকা নগদ আনুমানিক ৬০,০০০ টাকা ও তিনটি দানবাক্সে আনুমানিক ১,৫০,০০০ টাকা এবং স্বর্নের আংটি দুটি দেড় ভরি ওজনের মুল্য আনুমানিক ২,২৫,০০০ টাকা সহ মোট ৪,৩৫,০০০ টাকার মালামাল নিয়ে গেছে, ঐ দোকানের পাশের দোকান পিয়াস স্টোরের প্রোপাইটার অলক দাস বলেন তাঁর দোকানে থাকা নগদ নগদ ৩০,০০০ টাকা ও বিভিন্ন মালামাল যার আনুমানিক মুল্য ১,৫০,০০০ টাকা মোট ১,৮০,০০০ টাকার মালামাল নিয়ে গেছে, মেসার্স রিপন স্টোরের মালিক মোঃ রিপন মিয়া বলেন তাঁর দোকানের সিকারেট, মোবাইল কার্ড,যার মুল্য আনুমানিক ৪,০০০০০ টাকা ও নগদ ৩০,০০০,টাকা মোট ৪,৩০,০০০ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। তিনটি দোকানে থেকে প্রায় ১০,৪৫,০০০ টাকার মালামাল নিয়ে গেছে এ ঘটনা পর বাজার পরিচালনা কমিটির সদস্যরা দোকান পরিদর্শন করেন এবং রাতে মিটিংয়ের মাধ্যমে এটি সমাধানের ব্যবস্থা করবেন বলেন যানান, এছাড়াও রাজনগর থানা সাব ইন্সপেক্টর আলী হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করে যান এবং বলেন থানায় মামলা রুজু করার জন্য থানায় মামলা হলে তাঁহারা ব্যাবস্থা গ্রহণ করবেন। মুন্সিবাজারে এধরনের চুরির ঘটনা নতুন নয় এর আগে ও বার বার বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হলেও চুরি বন্ধ করতে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
Leave a Reply