বাপের আগে হেঁটোনা তুমি
পরবে হোচট খেয়ে ,
হাত-পা তোমার যাবে ভেঙে
মরবে কষ্ট পেয়ে ।
বড়োদের অপমান করো যদি
ভবিষ্যত অন্ধকার ,
দুঃখ কষ্টে কাটাবে জীবন
শান্তি পাবেনা আর ।
ওস্তাদকে কখনো দাও যদি
মনে ব্যাথা তার ,
ধ্বংস হবে জীবন তোমার
কষ্টে জীবন পার ।
মা-বাবার মনে দিলে ব্যাথা
করলে অবহেলা ,
সারা জীবন কাটবে দুঃখে
কাঁদবে সারা বেলা ।
গুণী জনেরে করলে অপমান
আঘাত মনে দিলে ,
জীবন তোমার কাটবে দুঃখে
কাঁদবে চোখের জলে ।
৯ নভেম্বর ২০২৪ খৃষ্টাব্দ
Leave a Reply