দেব প্রসাদ দাশ,বিশেষ প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার পাটনা গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দি পাটনা একাডেমির ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন খান সুমন রানা। এছাড়া, জনাব লস্কর ওবায়দুর রহমান। (সাধারণ শিক্ষক সদস্য) জনাব গাজী সাজ্জাদুল ইসলাম (অভিভাবক সদস্য)
প্রধান শিক্ষক,দি পাটনা একাডেমি (সদস্য সচিব) এই অ্যাডহক কমিটি প্রধান শিক্ষকের ০৪/০৩/২০২৫ তারিখের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেওয়া হয়। উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন দি পাটনা একাডেমীর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর(মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান( ১)এর অধীনে নিম্নলিখিত সদস্য /সদস্যা সমন্বয়ে গঠিত অ্যাড হক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ছয় মাসের জন্য অনুমোদন দেয়। এ বিষয়ে নতুন নির্বাচিত সভাপতি খান সুমন রানার সঙ্গে কথা বললে তিনি দৈনিক ঘোষণা কে জানান আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে দি পাটনা একাডেমি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি আমার শ্রদ্ধেয় নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসীম ধন্যবাদ জ্ঞাপন করছি। তার আস্থা, ভালোবাসা ও দিকনির্দেশনা আমাকে অনুপ্রাণিত করেছে জনসেবার এই পথে এগিয়ে চলতে। আমি আশা করি, এই দায়িত্ব পালনের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। চলুন, একসাথে এগিয়ে যাই আলোকিত ভবিষ্যতের পথে।
Leave a Reply