মায়ের হাতে ইলিশ ভাজা
পান্তা ভাতে জল,
বর্ষবরণ শোভাযাত্রায়
আয়রে বাঙালির দল।
ফুলের সাজে গানে তালে
ছোট বড় সবাই,
একতারাটা সঙ্গে নিয়ে
বাউল বেশে বেড়াই।
বাংলা আমার মাতৃভূমি
বাংলায় গাহি গান,
ভাটির সুরে বৈঠা ধরে
মাঝি-মাল্লার প্রাণ।
কোকিল ডাকে শিমুল ডালে
কৃষ্ণচূড়ায় ঘুঘু,
ভ্রমর এসে গুনগুনিয়ে
আহরণ করে মধু।
গাছে গাছে নতুন পাতা
সবুজে ঘেরা বন,
শুকিয়ে যাওয়া ঝরা পাতা
নববর্ষের রঙ।
Leave a Reply