মোঃ মোস্তফা আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: ১০ এপ্রিল(শুক্রবার) জুম্মার নামাজ আদায়ের পর নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়নের বাগাচারা কওমী মাদ্রাসার সামনে মেইন রোড থেকে ইমাম,ওলামা ও মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে হাপানিয়া বাজারে সমবেত হয়ে মানববন্ধন শেষে ফিলিস্তিনির ভাই,বোনদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন, খতিব হাপানিয়া বাজার জামে মসজিদ মাওলানা মোঃ আতাউল্লা,খতিব বাগাচারা আদর্শ গ্রাম জামে মসজিদ মুফতি মাসউদ,খতিব বর্ষে যাবে মসজিদ হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিক,খতিব বাগাচারা জামে মসজিদ মাওলানা আব্দুর রহমান মাদানী, মাওলানা মোঃ এনামুল ইসলাম, হাফেজ মোঃ আব্দুর রাকিব হোসেন ও মোঃ শাওন হোসেন এবং বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পরিচালনা করেন, মোঃ নাহিদ হোসেন সহ উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লীবৃন্দ।
Leave a Reply