মোঃজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা ধান, গম, ভুট্টার পাশাপাশি মসলা ও ঔষধি জাতীয় ফসল তেজপাতা চাষ করছে। অন্যান্য ফসলের তুলনায় তেজপাতা চাষে তিনগুণ লাভ করছে চাষিরা। এটি একবার রােপন করলে অন্য ফসলের মতাে তেমন আর খরচ করতে হয় না। মাঠ থেকে পাতা কিনেন ব্যবসায়ীরা। তেজপাতা ব্যবসায়ী বিপ্লব কুমার চৌধুরি অপু (৪৫) ও আব্দুল জলিল ( ৬৭) জানান, বর্তমান তেজপাতার চাহিদা ভালাে। কম টাকায় বেশি লাভ করা সম্ভব এ ব্যবসায় । তেজপাতা বিভিন্ন প্রকার রান্নার কাজে ও ঔষধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বিদেশে রপ্তানি হয়।তেজপাতা চাষ সফল পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের কৃষক তবিবর রহমান ।
এরই মধ্যে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের কৃষক তবিবর রহমান করছেন ব্যতিক্রম ফসলের চাষাবাদ। তিনি ৩ একর জমিতে তেজপাতার বাগান করে ব্যাপক সাড়া ফেলেছেন। সাথী ফসল হিসেবে লাগিয়েছেন চা গাছ।
এ বিষয়ে বাউরা ইউনিয়নের তেজপাতা চাষী তবিবর রহমান (৬৫) বলেন, তিন একর জমিতে তেজপাতা লাগিয়েছি। তেজপাতা চাষ একবার খরচ করলে তারপর থেকে টাকা আসা শুরু হয়। এখন আর তেমন খরচ নেই।
Leave a Reply