এনামুল কবীর এনাম, বদলগাছী, নওগাঁ: উরে মানব কূল আমরা যাচ্ছি চলে এই দুনিয়া ছেরে,দুঃখ শুধু রইল বুকে দোষ ছিল কাতে। এতো মানব ও মসলিম থাকতে মোদের দেখার কেউই নাই ভবে। কি অপরাধ ছিল মোদের ছোট্ট কচি বয়সে, যেকারণে গণহারে হত্যা করলো মোদেরকে।
ফিলিস্তিনিদের কাঁন্না শুধু ফিলিস্তিনিই শুনে,শুনে শুধু আকাশ বাতাস শুনে নাই মানবকূল।
জীবন দিলাম মরে গেলাম ধ্বংস করল পৃথিবীর প্রথম মসজিদ আকসা,কি জবাব দিবে তুমি প্রভুর আদালতে।
সেই মহামানবের মসজিদের জন্য একাই লড়েছি মোরা, লড়ে নাই তোমাদের বিবেক,আসো নাই মোদের পার্শ্বে প্রভুর কাছে বলব।
Leave a Reply