রাকিবুল হাসান রকি: মাদারীপুরের শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকের দর্পনের মীর ইমরান,দৈনিক আজকের বসুন্ধরার সাইদুর রহমান শওকত,চ্যানেল এস’ এর নাজমুল হুসাইনের উপর হামলা চালিয়েছে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী। এসময় সাংবাদিকদের পকেটে থাকা মানিব্যাগ নিয়ে যায়, যার ভেতরে ছিলো নগদ অর্থ, এছাড়াও গলায় থাকা স্বর্নের চেইন,মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার হয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে, বিএনপি নেতা দাবীদার চাঁদাবাজ ইয়াজ্জেম হোসেন রোমানের হুকুমে কালাম সিপাহীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক মীর ইমরানের মোটরসাইকেল গতিরোধ করে, তার পর মীর ইমরান সহ তার সাথে থাকা আরো দুই সাংবাদিক সাইদুর রহমান শওকত, ও নাজমুল হোসাইনের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা উদ্ধার হয়।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক আজকের দর্পনের- মীর ইমরান, চ্যানেল এস’ এর নাজমুল হোসাইন,দৈনিক আজকের বসুন্ধরার সাইদুর রহমান শওকত।পরে প্রশাসনের সহযোগিতায় তারা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় সাংবাদিক মীর ইমরান বাদী হয়ে ১১ জনকে আসামি করে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে কালাম সিপাই নামে একজনকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃত কালাম সিপাইকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগের পরিপ্রক্ষিতে মামলা রজু করে কালাম সিপাইকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে।
আসামীরা হলেন:- ১/ উপজেলার বাশকান্দি ইউনিয়নের সিপাইকান্দি মির্জারচর গ্রামের মৃত: আফতাব সিপাই ‘এর’ ছেলে কালাম সিপাই। ২/ উত্তর বাশকান্দি গ্রামের মৃত: মালেক ফকিরের ছেলে, ইয়াজ্জেম হোসেন রোমান। ৩/ শিপন সিপাই, ৪/ নুরুজ্জামান মোল্লা, ৫/ আফজাল মাদবর, ৬/ মিলন মাদবর, ৭/ দেলোয়ার ফকির, ৮/ রুবেল, ৯/ অজ্ঞাত ব্যক্তি, ১০/ রাজ্জাক হাওলাদার, ১১/ মকবুল মোল্লা।
ঘটনা সূত্রে জানা যায় গত (৬ মার্চ) ‘এ’ উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে হাট-বাজারের ইজারা আহবান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান হাট ইজারা পায়। কিন্তু সরকারের ধার্যকৃত ইজারার টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাট দখল করে ৭’টি মুরগীর দোকান থেকে সাত লাখ টাকা দাবি করে রোমানের হুকুমে কালাম সিপাই,মিলন মাদবরসহ আরো কয়েকজন। এ ঘটনা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে, এরপর বিষয়টি জাতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে আলোচিত হয়ে উঠে সংবাদটি। সংবাদটি চাঁদাবাজদের বিপক্ষে হওয়াতে বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান ও তার চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীরা ক্ষৃপ্ত হয়ে উঠে সাংবাদিকদের উপর। কয়েকবার মোবাইলে ঐ সংবাদের জের ধরে সাংবাদিকদের হুমকি প্রদান করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply