হারুন অর রশিদ, উখিয়া, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বোমোট ৬টি কেন্দ্রে ২১১১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন। তন্মধ্যে ছাত্রী ৮৪২জন, এছাড়াও দাখিলে ৬৭৯জন তন্মধ্যে ৩৯৪ জন ছাত্রী। ভোকেশনালে মোট ১৪২ জন। এছাড়াও স্কুলের কেন্দ্র ৪টি ও মাদ্রাসা ১টি এবং ভোকেশনাল ১টি। ৯ (এপ্রিল) মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফারিরবিল আলিম মাদ্রাসা গভর্নিং বডি কমিটির সভাপতি এম মোক্তার আহমদ আগামী কাল অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলা সহ সারাদেশে মাধ্যমিক ও দাখিল পরীক্ষা ২০২৫ এর সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান। এম মোক্তার আহমদ বলেন,তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের পরীক্ষা ভালো হোক, প্রত্যাশিত ফলাফল অবারিত হোক, এই কামনা করি মন থেকেই।
তিনি আরো বলেন,আজ থেকেই পরিক্ষা শেষ পর্যন্ত একটু সকাল সকাল ঘুমিয়ে যাবে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রাতেই ঠিক করে রেখো। কলম গুলো একটি কিছু লিখে সচল করে নিও। মনে সাহস রাখবে, মাথা ঠান্ডা রাখবে, খাতায় পর্যাপ্ত মার্জিন রেখো, শব্দ থেকে শব্দ, লাইন থেকে লাইন ফাঁক রেখে লিখবে। কালো ও নীল কালির কলম ব্যবহার করবে। চেষ্টা করবে সবকয়টি প্রশ্নের উত্তর দিতে। প্রতিটি উত্তর লেখার পর “ডাবল লাইন” টেনে উত্তর ক্লোজ করবে।
আগামী দিনগুলু সবচেয়ে সুন্দর ও সফল হোক।
পরীক্ষার্থীবৃন্দ,তোমাদের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করি, আল্লাহ্ তোমাদের প্রচেষ্টায় সফলতা দান করুন। কঠোর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তবে আল্লাহ্ অবশ্যই তোমাদের পুরস্কৃত করবেন। ইনশাআল্লাহ্, সাফল্য তোমার হবেই!
Leave a Reply