জামান ভূঁইয়া: পশ্চিমারা মানবাধিকারের কথা বলে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা জারি করে । ইদানীং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা দেশের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলছে । বাংলা দেশে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । অথচ ইজরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যাজঙ্গ চালাচ্ছে , নির্মম ভাবে মুসলমানদের সব কিছু ধ্বংস করছে , কিন্তু সেখানে কোন প্রকার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না । ইজরায়েলকে মার্কিনযুক্তরাষ্ট্র সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে মুসলমানদের ধ্বংস করার জন্য , কিন্তু তা মানবাধিকার লঙ্ঘন করার পর্যায়ে পরছে না তাদের কাছে । ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যখন ২৫ মার্চ কালো রাতে নিরীহ , নিরস্ত্র , অসহায় বাগ্ঙালীকে নির্মম ভাবে হত্যা করেছিল , তাতে মানবাধিকার লঙ্ঘন হয়নি । ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল , তাতে মানবাধিকার লঙ্ঘন হয়নি । জেলের ভিতর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল , তাতে মানবাধিকার লঙ্ঘন হয়নি । ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জাতির জনকের কন্যা তখনকার বিরুদী দলিয় নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল , আল্লাহর রহমতে তিনি প্রানে বেঁচে যান , কিন্তু সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৩ জন নেতা কর্মী প্রান হারিয়েছিলেন , তাতে মানবাধিকার লঙ্ঘন হয়নি । মার্কিন যুক্তরাষ্ট্র তখন একটা কথাও বলেনি যে , বাংলা দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । আজ সারা বিশ্বের মানুষ প্রতিবাদ জানাচ্ছে ইজরায়েলের বিরুদ্ধে । কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সাহায্য সহযোগিতা করছে মুসলমানদের ধ্বংস করার জন্য । ফিলিস্তিনের মুসলমান আজ অসহায় । তাদের খাবার নেই , পানি নেই , বিদ্যুৎ নেই । ঘর বড়ি ধ্বংস্তুপে পরিনত হয়েছে । কিন্তু , মানবাধিকারের কথা বলা সেই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মানবাধিকার লঙ্ঘন হতে দেখছে না । ১৯৪৭ সালে এই ইজরায়েলী অভিশপ্ত ইহুদিদের ফিলিস্তিনের মুসলমানগন দয়া করে আশ্রয় দিয়েছিল । আজ সেই ইহুদিরাই ধ্বংস করে দিতে চাচ্ছে আশ্রয় দাতাদের
ইহুদীরা অভিশপ্ত । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সা: বলে গিয়েছেন , এই অভিশপ্ত ইহুদিদের কোন সময় তাদের নিজস্ব কোন রাস্ট্র থাকবেনা । তারা পরের দেশে থাকতে হবে । আজকে ইহুদীরা ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করার যে চিন্তা করছে তা অচিরেই ভুল প্রমানিত হবে এবং খুব বেশি দিন বাকি নাই , মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ । কিন্তু , বড়ই পরিতাপের বিষয় , সারা বিশ্বের মুসলমান যেখানে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে , বাংলা দেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পাশে সব সময় ছিলেন এবং সব সময় তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কিন্তু , বি এন পি নামক একটি রাজনৈতিক দল কোন কথা বলেছেন না । তাদেন বাবা ভগবান নাখোশ হবে বলে । আমেরিকা তাদের প্রতি নাখোশ হবে বলে বি এন পি ইজরায়েলের বিরুদ্ধে কোন কথা বলতে রাজি না । তারা আবার মুসলমান বলে দাবি করে । বাংলা মানুষ আজ ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়িয়েছে এবং সব ধরনের সহযোগিতা দিবে এই আশা কামনা করছি । আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন ইজরায়েলের সকল প্রকার আগ্রাসন থেকে । সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন । আমিন ।
Leave a Reply