নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শেখপুর নামক এলাকার বাসস্ট্যান্ডে বসে এ ঘটনা ঘটে।
ঘটনা- থানায় অভিযোগ সূত্রে জানা যায়। বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে হাট-বাজারের ইজারা আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে শিবচর বিএনপির নেতা দাবী দার ইয়াজ্জেম হোসেন রোমান শেখপুর হাট ইজারা পায়। কিন্তু সরকারের ধার্যকৃত ইজারার টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাট দখল করেন। সাতটি মুরগীর দোকান থেকে সাত লক্ষ টাকা দাবি করে রোমানের নেতৃত্বে কালাম সিপাই, মিলন মাদবর সহ আরো কয়েকজন।
এ বিষয় ফেসবুক ইউটিউবসহ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। এরপর বিষয়টি জাতীয় বেশ কয়েকটি পত্রিকা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে। সংবাদ প্রচারিত হওয়ায় বিএনপির নেতা দাবী দার ইয়াজ্জেম হোসেন রোমান ও তার সমার্থকেরা ক্ষিপ্ত হয়ে কয়েকবার মোবাইলে সংবাদের জের ধরে সাংবাদিকদের মারধরও হত্যা করার হুমকি প্রদান করে আসতেছে।
এরেই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময়। পথে মধ্যে সাংবাদিক মীর ইমরানের মোটরসাইকেল গতিরোধ করে এরপর মীর ইমরান সহ তার সাথে থাকা আরো দুই সাংবাদিক সাইদুর রহমান শওকত, নাজমুল হোসাইনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।এসময়- সাংবাদিকদের পকেটে থাকা মানিব্যাগ মোবাইল, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিকরা উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
আহত সাংবাদিকরা হলেন- মীর ইমরান, নাজমুল হোসাইন, সাইদুর রহমান শওকত। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন তারা। এই ঘটনায় মীর ইমরান বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে জানতে কালাম সিপাইর মুঠোফোনে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সংবাদ কর্মী মীর ইমরান বলেন, আমি একটি সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলাম। পিছন থেকে কালাম সিপাই আমাকে দেখে দ্রুত তার হোন্ডা নিয়ে আমাকে গতিরোধ করে। হামলা করে। আমি এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবী করছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রতন শেখ বলেন, সাংবাদিকদের উপর হামলার একটি অভিযোগ পাওয়া গেছে আমরা এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অপরাধীদের কোন ছাড় নয়।
Leave a Reply