সুমন উদ্দিন, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা উপ জেলার মধ্য বোয়ালখালি এলাকায় মালবাহী জীপ ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে
এ দূর্ঘটনা ঘটে। এতে দু’জন আহত হয়েছেন। আহত’রা হলেন, বোয়ালখালী ইউনিয়নের মানিক মিয়ার ছেলে মোঃ ইকরাম (২৩) ও মেরুং ইউনিয়নের শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্র দুমড়ে মুচড়ে যায় এবং জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।
এদিকে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয় বাকী একজন খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। ঘটনা স্থলে গিয়ে কোন গাড়ি পাওয়া যায়নি। কোন অভিযোগ থাকলে আমরা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply