তানভীর মাতুব্বার, মাদারীপুর প্রতিনিধি: দুই জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। জেলা দুটি হলো— রাজবাড়ী ও মাদারীপুর। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে বদলি করে পুলিশ সদরদপ্তরে নেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমুল হাছান।
এছাড়া, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে বদলি করে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। তার জায়গায় রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে সদরদপ্তরের এআইজি মো. কামরুল ইসলামকে।
কামরুল ইসলাম ও নাঈমুল হাছান বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। নাঈমুল হাছান এর আগে ডিএমপিতে কর্মরত ছিলেন। সেসময় তিনি ডিএমপির পরিবহন শাখার ডিসি ছিলেন।
Leave a Reply