এসএ লিমন, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি: (মঙ্গলবার) ৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের সাক্ষরিত চিঠির মাধ্যমে উপজেলা কমিটিতে ৩১ জন্য সদস্য রাখা হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ের ত্যাগী ও স্বচ্ছ কর্মীদের মূল্যায়ন করে
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে অধ্যাপক গোলাম রসুল রাজা , সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম শফি, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, যুগ্ন আহবায়ক মকবুল হোসেন,যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস,যুগ্ন আহবায়ক এ কে এম তানজিমুল ইসলাম কিরণ,যুগ্ন আহবায়ক, মোজাম্মেল হক দুদু, যুগ্ন আহবায়ক নজির হোসেন মাস্টার,যুগ্ন আহবায়ক,নূর মোহাম্মদ আল -আমিন এবং সদস্য সচিব মোখলেসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
পৌর বিএনপি’র ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসেবে আবুল কাশেম সরকার এবং সদস্য হিসেবে আজিজুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায় আব্দুল মোমেন, যুগ্ন আহবায়ক একেএম আশরাফ হোসেন আপেল, আওলাদ হোসেন, আনিসুর রহমান জিন্নু,জহুরুল হক কামাল, এসএম হাবিবুর রহমান হাবু, এবং যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাইদুল সহ ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন অভিনন্দন জানাতে দলীয় কার্যালয়ে ভিড় করেন।
এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেসুর রহমান বলেন আমরা সকল প্রকার গ্রুপিং বন্ধ করে আগামী দিনে বিএনপির (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
Leave a Reply