নিজস্ব প্রতিবেদক: ডানে বামে বিএনপি-জামায়াত, মধ্যমণি আ. লীগ নেতা! সৌদি প্রবাসী এক আওয়ামী লীগ নেতাকে অনুষ্ঠানের মধ্যমণি করে ডানে-বামে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মকর্তা, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতা। এমন একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বৃহ¯পতিবার (৩ এপ্রিল) তোলা ছবিটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর খেলার মাঠে। সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ডান হাত হিসেবে পরিচিত প্রবাসী ওই আওয়ামী লীগ নেতাকে এমন সম্মানা দেখানোয় আলোচন-সমালোচনা চলছে সব জায়গায়। ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এই অনুষ্ঠানে ছমির উদ্দিনের ডানে-বামে ছিলেন দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, উপজেলা (দক্ষিণ) জামায়াতের সাবেক আমীর দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত আলী ও উপজেলা জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। স্থানীয় সূত্র জানায়, সৌদি আরবে গিয়ে হঠাৎ স¤পদের মালিক বনে ছমির উদ্দিন বিগত সময়ে যোগ দেন আওয়ামী লীগে। সভা-সমাবেশ-নির্বাচনে দুই হাতে টাকা-পয়সা খরচ করে দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের। এমপির উপস্থিতিতে প্রবাসী আওয়ামী লীগ নেতা পদবী ব্যবহার করে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সকল সভা-সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। এছাড়া সংসদে, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলোতে কেন্দ্র দখল থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জানা যায়, গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসেন আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিন। নিজ গ্রাম রাজনপুরে আয়োজন করেন ফুটবল টুর্নামেন্টর। আগের অবস্থান ফিরে পেতে টুর্নামেন্টের যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। স্থানীয় বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতারা টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন তাকে। অতিথি হিসেবে নিয়ে আসেন পুলিশের এক এসআইকেও। গেল বৃহ¯পতিবারের ঘটনায় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে সৌদি আরবে ফিরে যান আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, অনুষ্ঠানে উপস্থিত ওই পুলিশ কর্মকর্তা নতুন হওয়ায় বিতর্কিত প্রবাসী আওয়ামী লীগ নেতা যে সেখানে উপস্থিত আছেন সেটা তিনি জানতেন না। বিএনপি ও জামায়াতের নেতাদের উপস্থিত দেখে তিনি সেখানে গিয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply