মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। প্রবাসীরা বাংলাদেশের আর্থসামাজিক বিন্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রবাসীদের ভূমিকা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবিস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ, পরিশ্রম ও স্মার্ট বুদ্ধিমত্তা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে, যা ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন আরও মসৃণ ও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তি চাহিদা বেড়ে যাওয়ায় অদক্ষ শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে। এ অবস্থায় বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর কোনো বিকল্প নেই। এজন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বিশ্বনাথ নাজির বাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাসান হাফিজুর রহমান টিপু এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে বিশ্বনাথ ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সদস্য তানিমুল ইসলাম তামিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সৌদি আরব সালালা বিএনপি সভাপতি জাকারিয়া আরফিন ফয়ছল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, বিশ্বনাথ উপজেলা বিএনপি উপদেষ্টা আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিক মিয়া আব্দুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্জ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমীন, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ প্রভেল, নাজিম উদ্দীন রাহিম হাসান আল মামুন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদ শাহাদত খান, জেলা ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান বাদশা, বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য সৈয়দুর রহমান, ইউনিয়ন বিএনপি সাধারণ ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক শেলিম মিয়া, সেলিম আহমদ, সহিদুল ইসলাম, আব্দুল হক, আনছার আলী, কয়েছ আহমদ, আব্দুস সহিদ, আব্দুল মুত্তালিব, আজিজুর রহমান বকল, আব্দুল মানিক, নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল কামাল, ছামসুল ইসলাম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামুল আলী, সদস্য সচিব মিলাদ প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বনাথ ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply