1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফিলিস্তিনে গণহত্যা ও সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে দোকান মালিক সমিতি সিলেটের প্রতিবাদ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক খুলনা মহানগর মহিলা দলের নতুন আহবায়ক কমিটি গঠন সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন আলফাডাঙ্গায় সাংবাদিক হারু অর রশিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কুদ্দুস মিয়ার নামে  মিথ্যা মামলা নিজ পিতাকে হত্যা করে ৯৯৯ কল দেন ঘাতক মেয়ে “মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাতমাথায় মানববন্ধন সোনাদিয়া দ্বীপে ভেষে উঠেছে ১ টি লাশ পুতিলা ও ধলামিয়া পলাতকের পর চকরিয়া থানার পুলিশ আটক করেছে সাংবাদিক রিয়াজ উদ্দিন খান কে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসী ফারুক মোল্লা বাহিনী 

ফিলিস্তিনে গণহত্যা ও সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে দোকান মালিক সমিতি সিলেটের প্রতিবাদ সভা

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩২ দেখেছেন

মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, যুগ্ম সাংগঠনিক সচিব মীর মুহাম্মদ জাকারিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম সুমন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সোবহান, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাদ মিয়া, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বকস, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক জিল্লু আহমদ, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশিদ, সাধারণ সম্পাদক রুপম খান, সহ সাধারণ সম্পাদক মো. সাবুল মিয়া, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি মেহেদী হাসান খান, ব্যবসায়ী রুবেল আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা মাসুক আহমদ। এছাড়াও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির সিলেটকে অশান্ত করতে একটি মহল ব্যবসা প্রতিষ্ঠানে উদ্যেশ্যমুলকভাবে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি বলেন, যারা হামলা-লুটপাট করেছে ভিডিও ফুটেজে তা স্পষ্ট। তাদেরকে গ্রেফতার করতে সিলেটের পুলিশ কমিশনার সহ প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
প্রতিবাদ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে মুসলিম গণহত্যায় আমাদেরও কলিজায় আঘাত এনেছে। আমরাও হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছি। কিন্তু উদ্দেশ্যেমূলকভাবে একটি দুস্কৃতিকারীচক্র সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠাতা হামলা-লুটপাট ভাংচুর করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com