এস,এম শহিদুল ইসলাম বাবলু: ০৭ এপ্রিল (সোমবার),সকাল ৭টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ড্রাম ট্রাকের ট্রাক চালক মোহাম্মদ সোহানকে আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে লালমনিরহাট পুলিশ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুমতি মেলার উদ্দেশ্যে রওনা করেন। পুলিশ বাহি ট্রাকটি লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় ঊষা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে পুলিশ বাহি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ বাহি ট্রাকে থাকা ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে ছয় জন পুলিশ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জন পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম,এএসআই মহেশ, কনস্টেবল সাইফুল,মানিক, মোজাম্মেল ও সবুজ।লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন,কনস্টেবল নয়ন,গাড়ি চালক জাফর,সাহাদত,লুৎফর রহমান, ইলিয়াস মিয়া ও কামাল।প্রাথমিক চিকিৎসা নেওয়া তিনজন পুলিশ সদস্যরা হলেন, এস আই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক সাখাওয়াত হোসেন।
সড়ক দুর্ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জন ডাম ট্রাক চালককে গ্রেফতার করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি)নুরুন্নবী।
Leave a Reply