কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার,
মুকসুদপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমূখ।
এসময় ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে, প্রত্যেককে ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১ কেজি তোষা পাটের বীজ প্রদান করা হয়।
Leave a Reply