বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামের নির্দেশে বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি গোলাম সরোয়ার বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি বজায় রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “ধর্মীয় উপাসনালয়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও পাহারার আওতায় এনে আইনশৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় পুলিশকে সহযোগিতা প্রয়োজন।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশ, বৌদ্ধ পরিষদের নেতা ব্যাংকার দুলাল বড়ুয়া, সমিরন বড়ুয়া টিটু, সুমন বড়ুয়া, রাহুল বড়ুয়া, উত্তম বড়ুয়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply