মোঃ আল-আমিন হোসেনবামনা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে গোপনে অন্যত্র বিয়ে করে ইতালি পাড়ি জমালেন জাকির ধলু নামে এক যুবক।
এদিকে ডিভোর্সের কথা শুনে ভেঙে পড়লেন স্ত্রী কানিজ মাহমুদা রিমা। জানা যায় বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের নবগ্রাম নামক এলাকায় ধলু খানের ছেলে জাকির ধলু ১৩/১৪ বছর যাবৎ ইতালি থাকেন। ২০১৫ সালে তিনি পাশ্ববর্তী এলাকা ৩ নং রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামের রফিকুল ইসলাম পনু সিকদারের মেয়ে কানিজ মাহমুদা রিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের শুরুতে তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। তাদের সংসারে ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। কিন্ত গত ২ বছর ধরে তাদের সম্পর্কের ফাটল ধরে। গত ছয় মাস আগে জাকির ধলু দেশে আসে কিছু দিন থেকে চলে যান। এরই মধ্যে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্ত্রী কানিজ মাহমুদা রিমা। গত দুই মাস আগে জাকির দেশে এসে স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবার প্রবাসে পাড়ি জমান। ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম পনু জানা আমার মেয়েকে ডিভোর্স দিয়ে গোপনে অন্যত্র বিয়ে করেন জাকির। আমি এমন প্রতারকের বিচার চাই।
Leave a Reply