মেহেদী হাসান: হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ শাখাইতি এর উদ্যেগে আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শাখাইতি পয়েন্ট শীমতি হয়ে ঘোলেরগাও পয়েন্ট মাওলানা রফিক উল্লাহ সাহেবের সভাপতিত্বে, সঞ্চালনা করেন জুলফাস খান সাংগঠনিক সম্পাদক অএ সংঘঠন বক্তব্য রাখেন মাওলানা মুতিউর রহমান,মাওলানা আবু হুরায়রা ইমাম ও খতিব শাখাইতি জামে মসজিদ, মামুন রশিদ রাসেল সাধারণ সম্পাদক অএ সংঘঠন, হাফিজ জুবায়ের, এমরাজুল ইসলাম, সুমন,সাব্বির খালিদুর,আম্মার, হাবিবুর, মামুন,ওয়াসির আলী,জিহাদ,সহ আরো শাখাইতি গ্রামের মুরুব্বি ও সকল যুবক বৃন্দ।
Leave a Reply