মোঃ আল মামুন, বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গনহত্যার প্রতিবাদে মঠবাড়িয়া সরকারি কলেজর সম্মুখে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার(৮ এপ্রিল)ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গনহত্যার প্রতিবাদে মঠবাড়িয়া সরকারি কলেজর সম্মুখে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল। এ সময়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব হাবিবুর রহমান নিজামের সভাপতিত্বে ও মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হাসান মুন্না এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম সজিব,মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব রাসেল গাজী,যুগ্ম আহবায়ক নোভেল গাজী প্রমুখ।এছাড়া উপস্থিত ছিল মঠবাড়িয়া উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী।
এ সময়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফা শহরে ইসরাইল একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে, অথচ বিশ্ব বিবেক নীরব। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।এসময়ে তারা আরো বলেন, ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের ওপর হামলা ও গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে।এর বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে শক্ত পদক্ষেপ নিতে আহবান করেন।
Leave a Reply