সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: মঙ্গলবার (৮ই এপ্রিল) বাংলাদেশ স্কাউট দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম। ১৯০৭ সালে রবার্ট ব্যাডেন পাওয়েল ওব গিলওয়েল একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বয় স্কাউটস। স্বাধীনতার অব্যবহিত পরে ৮-৯ এপ্রিল, ১৯৭২ এ বাংলাদেশের স্কাউটস এর যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় ‘সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম’ প্রতিপাদ্য ধারণ করে আজ ০৮ই এপ্রিল ২০২৫ পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস।
ময়মনসিংহ জেলা স্কাউটস এর সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম উক্ত দিবসের শুভ উদ্বোধন করেন।
অত:পর তিনি কোমলমতি স্কাউটস এর উদ্দেশ্যে এক ছোট বার্তায় বলেন, যে জীবনে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং সকল বিপদে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে স্কাউটদের নিজেদের উন্নত করা উচিত।
Leave a Reply