বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, “বিশ্ব বিবেক আজ নির্বিকার। যেখানে শিশু, নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য দেশগুলি নিরব দর্শকের ভূমিকা পালন করছে।” বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।”
Leave a Reply