মোঃ আল মামুন,বিশেষ প্রতিনিধি,পিরোজপুরঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি ও এস.এস.সি(ভোকঃ) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় নিয়মিত এসেম্বলির শেষে বিদ্যালয়ের অডিটরিয়ামে অত্র বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটি, বিদায়ী শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কেন্দ্রীক এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হামিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভক্ত রাখেন আলোচনা সভার প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব গোলাম সরোয়ার শাহীন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মহিববুল্লাহ্, প্রবীণ শিক্ষক জনাব সঙ্কর কুমার হালদার,সহকারী শিক্ষক জনাব মো: জামাল হোসেন,বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রানু আক্তার ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে বায়েজিদ আব্দুল্লাহ্।
এ সময়ে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply