আজিজুন নাহার: ৭ এপ্রিল ২০২৫, সোমবার, বাদজোহর, ফিলিস্তিনের গাজা, জেরুজালেমের মসজিদুল আকসা ও ফিলিস্তিনী শহিদ এবং নিপীড়িত জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং বর্বর ইসরাইলের অব্যাহত হত্যা, জুলুম নির্যাতনের প্রতিবাদে “মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, ঢাকা- বাংলাদেশ” এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয় । মিছিলটি পুরনো ঢাকার হোসেনী দালান ইমাম বাড়ার উত্তর গেইট সংলগ্ন রাস্তা থেকে আরম্ভ হয়ে, জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয় । মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় । অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ নওশাদ, সভাপতি মোঃ আবু মুসলিম বিন হাই, সৈয়দ গোলাম মহসিন টিপু, আবু মোহাম্মাদ । সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ পাপ্পু, সৈয়দ শরিফ হোসেন, মোঃ সোয়েব দিপু, কাজি মোঃ রফিক, মোঃ মিম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য আলী আব্বাস, শাহ মুহাম্মাদ আলী মাহাদী, আলী নাকী সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ সহ আরও অনেকে । এছাড়াও উপস্থিত ছিলেন ফিলিস্তিন জনগণের সাথে একাত্মতা প্রকাশকারী বহু জনগণ । জাতীয় প্রেসক্লাবের সামনের পথসভা শেষে পুনরায় মিছিলটি শাহবাগ, টিএসসি, কেন্দ্রীয় শহিদ মিনার প্রদক্ষিণ করে চাঁনখারপুল হয়ে পুনরায় হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেইট সংলগ্ন রাস্তায় এসে শেষ হয় । সমগ্র সময়জুড়ে ফিলিস্তিনের শহিদ ও নিপীড়িত জনগণের পক্ষে এবং বর্বর ইসরাইলের বিরুদ্ধে শ্লোগানের মাধ্যমে কর্মসুচী পালন করা হয় । উক্ত পথসভায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের মুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানানো হয় । ইসরাইলের সমস্ত পন্য বর্জনের জন্য দেশবাসীকে এবং বিশ্ববাসীকে আহবান জানানো হয় । সেই সাথে জালিম বর্বর ইজরায়েলের নৃশংসতার কঠোর নিন্দা জানানো হয় । সবশেষে ফিলিস্তিনের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং সমগ্র বিশ্ববাসীর মুক্তি, কল্যাণ এবং ঐক্য কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসুচী সমাপ্ত করা হয় ।
Leave a Reply