সুমন উদ্দিন, দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় ফিলিস্তিনে ইসরাইলি হামলা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আল-আমিন যুব কাফেলা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা), আল-ফালাহ ইসলামী যুব কল্যাণ সংস্থা এবং দীঘিনালা উপজেলার ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সকাল দশটার দিকে বিভিন্ন এলাকার মানুষ ‘ফিলিস্তিনের মুক্তি চাই’, ‘ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিল করে হাজারো ধর্মপ্রাণ মানুষ হলুদ চত্বরে একত্রিত হন। সমাবেশ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এ সময় সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল। দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আশরাফুল, বোয়ালখালী বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাবিবুর রহমান, হাচিনসনপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আরমান রহমানী এবং বাঙালিপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওয়াহিদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং মুসলমানদের ওপর নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন। তাঁরা বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় অব্যাহতভাবে পণ্য বর্জনের মাধ্যমে মুসলিম বিশ্বকে প্রতিবাদ জানাতে হবে। হাফেজ মাওলানা মো. রুহুল আমিন বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অবিরাম বোমাবর্ষণ এবং মুসলমানদের ওপর নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ইসরাইলি পণ্য বয়কট করে প্রতিবাদ জানাতে হবে।” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মো. আশরাফুল বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বের বিবেককে নাড়া দিতে চাই। আমাদের দাবি- ফিলিস্তিনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতনের অবসান।” হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল বলেন, “ফিলিস্তিনে যা ঘটছে, তা শুধুমাত্র একটি জাতির ওপর হামলা নয়- এটি মানবতার ওপর আগ্রাসন। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু দুঃখ প্রকাশ নয়, বরং যেকোনো বৈধ ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো। মুসলিম উম্মাহর ঐক্য দিয়েই এই জুলুমের জবাব দিতে হবে।” সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল। এতে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
Leave a Reply